প্রতীকী বিষপান কর্মসূচির সময় অসুস্থ হয়ে ১১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

 


রাজশাহীতে পরীক্ষার দাবিতে রাস্তায় বসে প্রতীকী বিষপান কর্মসূচি পালন করেছেন নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে গরমের কারণে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, আজ ২০১৯-২০ সেশনের বিএসসি-ইন-নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু ষড়যন্ত্রের কারণে পরীক্ষা পিছিয়ে গেছে। পরীক্ষা কবে হবে তা নিয়ে কোনো নিশ্চিততা নেই। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ২৩টি কলেজের প্রায় ৩ হাজার শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় রয়েছে। আরো জানতে...

Post a Comment

Previous Post Next Post